স্টাফ রিপোর্টার ঃ সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের ও জেলা উলামা পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা শহরের নিউ মার্কেট চত্ত¡রে জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মুজাহিদুল আলম, সদর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। এর পূর্বে বাদ জুম্মা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমীর মো: নুরুল হুদা, সেক্রেটারী মাও: আজিজুর রহমান সহ জামাত ও উলামা পরিষদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।