কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। কলারোয়া উপজেলা মসজিদ থেকে সর্বস্থরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ড ময়দানে গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর পাশাপাশি কঁড়া হঁশিয়ারী দেওয়ার অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। কলারোয়া থানা মসজিদের ঈমাম প্রভাষক মাও: আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা মসজিদের খতিব মতিউর রহমান, ঈমাম হোসেন নাছারী, সুপারেন্টটেন্ট মাও: আ: ছাত্তার, ঈমাম তামিম হোসেনসহ পৌরসভার বিভিন্ন মসজিদের ঈমাম গণ।