বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সোমবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী বিকাশ চন্দ্র মন্ডলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সেক্রেটারী মহিতুর রহমান, আ’লীগ নেতা আছাদুল ইসলাম, রাশেদ সরোয়ার শেলী, মতিলাল সরকার, আবুল কালাম আজাদ, আব্দুল মোমিন প্রমুখ।