এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, প্রতিবন্ধী বান্ধব সমাজ বিনির্মাণ করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি আমাদের প্রত্যেকের সহানুভূতি ও সহমর্মিতা থাকাটা জরুরী। একজন প্রতিবন্ধী প্রথমেই পারিবারিক বৈষম্যের শিকার হয়ে থাকেন এরপর সমাজেও একই অবস্থায় অবহেলিত হন। তিনি আরো বলেন, প্রতিবন্ধী নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। এজন্য গ্রাম পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধিরা তালিকা তৈরি করে তাদেরকে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া, একই সাথে কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ করে দিতে হবে, তাদেরকে স্কুল-কলেজের শিক্ষা দেওয়ার পাশাপাশি সব ধরনের সুযোগ করে দিতে হবে। তাদের প্রতি কোনরকম বৈষম্যমূলক আচরণ না করে মানবিক দৃষ্টিতে তাদের লালন করতে হবে’। গতকাল সাতক্ষীরা তুফান কনভেনশন লেকভিউতে প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী প্রমূখ।