কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরার জেলার কলারোয়ায়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কলাটুপি মোটরসাইকেল দুর্ঘটনায় আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহমুদুল হোসেনের পুত্র। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতড়ে দ্রুতগামী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল গুরুতর আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শনিবার (৮ জুলাই) সকালে নিজ গ্রাম কলাটুপিতে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। নিহতের চাচা আমিনুর, আক্তারুল ও ময়না জানান, আফজাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মামাতো ভাইকে নিয়ে মামার বাড়ি কে[াগাছি ইউনিয়নের হরিনায় যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালচাতড়ে মোড়ে পৌঁছালে বিপরীতমুখী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় সাথে থাকা তার মামাতো ভাই বাবু আহত হয়েছেন। আফজল ছিলেন এক ভাই ও এক বোন। ঘটনা সততা নিশ্চিত করে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী জানান, নিহত আফজাল ফার্স্ট ইয়ারে পড়তো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।