এম এম নুর আলম \ আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন, আশাশুনি সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কুতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, এদিন সকাল ১০টায় আশাশুনি সরকারী কলেজে শিক্ষার্থী-শিক্ষকবৃন্দের কণ্ঠে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। ১০.২০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের খবর পাওয়া গেছে।