বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার শোভা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় উপজেলা সমবায় অফিসার খাঁন তৈয়েবুর রহমান এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে শোভা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী পরিচালক দীপক কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ ও সমিতির সভাপতি তোফায়েল আহমেদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার খাঁন তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ সাবুর আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, মোঃ হজরত আলী, শোভা সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ শওকাত হোসেন, ভরত সরকারসহ সমিতিরি সদস্যবৃন্দ ও সুধিবৃন্দ।