এফএনএস স্পোর্টস: একজন গতির ঝড় তোলেন ছেলেদের ক্রিকেটে, আরেকজনকে দীর্ঘদিন মনে করা হতো মেয়েদের ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার। তবে শুধু গতিই নয়, এই দুই পেসার পারফরম্যান্স দিয়েও সেরার লড়াইয়ে ছাড়িয়ে গেলেন দেশের সবাইকে। ছেলে ও মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন আনরিক নরকিয়া ও শাবনিম ইসমাইল। ২০২১ সালেও ছেলে ও মেয়েদের সেরা হয়েছিলেন এই দুই ফাস্ট বোলারই। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে মাস দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইসমাইল। এই নিয়ে তৃতীয়বার মেয়েদের বর্ষসেরা হলেন ৩৪ বছর বয়সী পেসার। দক্ষিণ আফ্রিবার মিডর্যান্ডে শুক্রবার হয়ে যায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এই অ্যাওয়ার্ড নাইট। ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন আরেক ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ব্যাটসম্যান টেম্বা বাভুমা, টি-টোয়েন্টির সেরা রিজা হেনড্রিক্স। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা নবাগত ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজি। সেরা ডেলিভারির জন্য আরেকটি পুরস্কার জিতেছেন রাবাদা। ক্রিকেটারদের ভোটে ছেলেদের সেরা হয়েছেন ডেভিড মিলার, মেয়েদের সেরা ননকুলুলেকো এমলাবা। মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও বাঁহাতি স্পিনার এমলাবা। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার লরা উলভার্ট। সমর্থকদের ভোটে বর্ষসেরা হয়েছে মেয়েদের দলের কিপার সিনালো জাফটা।