ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ডুমুরিয়া উপজেলা থানা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ীকে হত্যা ও পরিকল্পনা কারীদের নামে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে মালা নং-৭ তারিখ ৯/৭/২০২৩ ডুমুরিয়া উপজেলা ভান্ডাপাড়া এলাকার মৃত:আব্দুল আজিজ শেখের ছেলে মো: শওকত শেখ (৭০) ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্টি ব্যবসায়ীকে হত্যা করার জন্য শরিরের বিভিন্ন স্থানে দেশী অস্ত্রদিয়ে মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে এলাকার চিন্তিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের নামে গতকাল আজ রবিার ডুমুরিয়া থানায় তিনজনের নাম উল্লেক করে মামলা দায়ের করেছেন আহতকারীর ছেলে কে জামান। এজাহারে বলা হয়েছে শোভনা এলাকার মো: মজনু খান (১) পুত্র মো : সোহাগ খান (৩৫) (২) মৃত: আমির ফকির পুত্র মো: আজিজুল ফকির (৫২) মলমলিয়া শোভনা ডুমুরিয়া খুলনা। (৩) মফিজুর সরদার এক নম্বর আসামী মো: সোহাগ খান নামে বিভিন্ন চাঁদাবাজি, মাদক, অস্ত্রসহ একাদিক মামলা রয়েছে বলে এলাকা বাসি জানান। শনিবার দুপুর বারটা দিকে ডুমুরিয়া থেকে খর্নিয়া ব্যবসায়ী প্রতিষ্টানে যাওয়ার পথে পৃর্বের সৃত্রতার জের ধরে এক নং আসামী ও তার সহযোগিদের নিয়ে আওয়মী লীগের সিনিয়র সদস্য ও সাবেক চরমিক দলের সভাপতি মো: শওকত মেখ কে হত্য করার জন্য এলোপাতাড়ি ভাবে রক্তত্য অবস্থায় ফেলে রেখে সন্ত্রাসাীরা আহতকারীর কাছে থাকা নগত পাচঁ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।সংবাদ পেয়ে খর্নিয়া বাজার কমিটির সভাপতি ও ছাত্রীগ নেতা মেহেদী হাসান বিল্পব উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিট ১২ তে ভর্তি করে। বর্তমাণ রোগীর অবস্থা আরও খারাপ বলে আহতকারী বড় ছেলে কে জামান বলেন, আমার বাবাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিতে হবে। নামধারী এই কিশোর গ্যাং সহ সোহাগ খান ও তার দলের কিছু সদস্য তারা প্রায় এলাকায় সাধরন মানুষকে হত্যা করার চেষ্টা করে। এদর নামে বে নামে বিভিন্ন থানাতে একাদিক মামলা ও মাদকের মামলা রয়েছে বলে সত্যতা পাওয়া গেছে। সরকার দলীয় নাম ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে এলাকা বাসী জানান। ডুমুরিয়া থানার অফিছার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, আমরা মামলা নিয়েছি আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।