বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বর্ষায় ভ্রমণে মাথায় রাখুন যে ৮ বিষয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

এফএনএস লাইফস্টাইল: আকাশ ভেঙে নেমেছে বর্ষা। এ সময় দাবদাহ বেশ কমে যায়। আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে অনেকেই ছোটেন সমুদ্রে কিংবা পাহাড়ে। বর্ষার রূপ উপভোগ করতে ভ্রমণে যাওয়ার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি।
১। বাড়তি পোশাক রাখুন সঙ্গে
এক পশলা বৃষ্টি মনে আনন্দের দোলা দিয়ে গেলেও চুপসে যাওয়া পোশাক নিয়ে পড়তে পারেন বিড়ম্বনায়। কারণ সবখানে পোশাক শুকানোর মতো ব্যবস্থা থাকে না। আবার টানা বৃষ্টি হলে পোশাক শুকানোও বেশ মুশকিল। সঙ্গে তাই কয়েক সেট পোশাক বাড়তি রাখা জরুরি।
২। মোটা ফেব্রিকের পোশাক নয়
সুতির মতো ভারী তন্তুর পোশাক বর্ষাকালের উপযোগী নয়। বৃষ্টির সময় এমন পোশাক বেছে নেওয়া উচিত যেগুলো দ্রæত শুকিয়ে যায় বাতাসে। সিল্ক, জর্জেট, লিনেন, ভিসকস, হাফসিল্ক বা শিফনের পোশাক নিয়ে যেতে পারেন এই সময়। খুব হালকা রঙের বদলে গাঢ় রঙকে প্রাধান্য দিন পোশাকের ক্ষেত্রে। এতে ভেজা ভাব বোঝা যাবে না সহজে।
৩। বর্ষার অনুষঙ্গ রাখুন সঙ্গে
ছাতা, রেইনকোট সঙ্গে নেবেন অবশ্যই। এতে বৃষ্টিকে সঙ্গী করেই ঘুরতে পারবেন পছন্দের জায়গায়। ওয়াটারপ্রæফ স্নিকার্স অথবা বুট ব্যবহার করতে পারেন।
৪। ব্যাগে পলিথিন রাখবেন অবশ্যই
হঠাৎ বৃষ্টি থেকে ফোন কিংবা ক্যামেরা বাঁচাতে অবশ্যই পলিথিন সঙ্গে রাখবেন। এ ছাড়া ব্যাকপ্যাক ঢেকে রাখার জন্য বড় আকারের পলিথিন নিতে পারেন। পলিথিন থাকলে ভেজা কাপড় আলাদাভাবে নিয়ে রাখতে পারবেন সুটকেসে।
৫। বিশুদ্ধ পানি রাখবেন সঙ্গে
বর্ষার সময় পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এ ছাড়া সবখানে বিশুদ্ধ পানি পাওয়াও যায় না। তবে দূরের যাত্রায় একসঙ্গে খুব বেশি পরিমাণ পানি নেওয়া সম্ভব নয়। তাই ভ্রমণে গিয়ে বাইরের পানি না খেয়ে মিনারেল ওয়াটার কিনে খেতে পারেন।
৬। প্রয়োজনীয় ওষুধ রাখুন সঙ্গে
পানিবাহিত রোগের পাশাপাশি এই সময় ঠান্ডা, জ¦র, সর্দি, কাশির মতো ওষুধ দেখা দেয়। তাই জ¦র, ব্যথা কিংবা প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখবেন।
৭। মশা ও জোঁক থেকে বাঁচতে প্রস্তুতি রাখুন
বর্ষার সময় মশার উৎপাত বেড়ে যায় প্রচÐ রকম। এ ছাড়া পাহাড়ি অঞ্চলে প্রচুর মশা থাকে। মশা তাড়াতে অডোমস লোশন বা স্প্রে রাখতে পারেন সঙ্গে। বিভিন্ন ধরনের রোলঅন বা সুগন্ধিও পাওয়া যায় মশা তাড়ানোর জন্য। রাখতে পারেন এগুলোও। বর্ষায় পাহাড় ও জঙ্গলে গেলে জোঁক তাড়ানোর জন্য লবণ সঙ্গে রাখবেন।
৮। পাহাড় ও ঝর্নায় গেলে সাবধানতা জরুরি
বর্ষার সময় হিং¯্র হয়ে ওঠে পাহাড়ি ঝরনা, পাহাড়ি নদীতে বেড়ে যায় ¯্রােত। পাহাড়ও হয়ে পড়ে পিচ্ছিল। পাহাড় বা ঝরনা ভ্রমণে গেলে তাই সাবধানতা জরুরি। ঝরনার খুব বেশি কাছে যাবেন না কিংবা নদীতে নামবেন না। ট্রেকিং সু পরে নেবেন পাহাড়ি রাস্তায় যেতে চাইলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com