শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশ্বকাপের লাইনআপ চুড়ান্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভারতে হতে যাওয়া অক্টোবরের বিশ্বকাপের লাইনআপ চ‚ড়ান্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে দিয়ে। বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লঙ্কানরা, আর রানার্সআপ হয়েছে ডাচরা। ফাইনালের পরদিন সোমবার এই টুর্নামেন্টের সেরা দল ঘোষণা হয়েছে, যেখানে প্রত্যাশিতভাবে দুই দলের খেলোয়াড়দের দাপট। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস থেকে তিন জন করে খেলোয়াড় বাছাইয়ের সেরা দলে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কার দুই বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানার সঙ্গে এই দলে আছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। নেদারল্যান্ডসের অলরাউন্ডার বিক্রমজিত সিং ও বাস ডি লিড সঙ্গী হিসেবে পেয়েছেন তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। অপ্রত্যাশিতভাবে বাদ পড়া জিম্বাবুয়েরও তিন ক্রিকেটার এই দলে আছেন। ব্যাটার শন উইলিয়ামস, অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গী বোলার রিচার্ড এনগারাভা। একাদশে অন্য দুই খেলোয়াড় স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও ক্রিস সোল। সেরা একাদশ: পাথুম নিসাঙ্কা (৬৯.৫০ গড়ে ৪১৭ রান), বিক্রমজিত সিং (৪০.৭৫ গড়ে ৩২৬ রান ও ৬ উইকেট), ব্র্যান্ডন ম্যাকমুলেন (৫২ গড়ে ৩৬৪ রান ও ১৩ উইকেট), শন উইলিয়ামস (১০০ গড়ে ৬০০ রান ও ৩ উইকেট), বাস ডি লিড (৪৭.৫০ গড়ে ২৮৫ রান ও ১৫ উইকেট), সিকান্দার রাজা (৬৫ গড়ে ৩২৫ রান ও ৯ উইকেট), স্কট এডওয়ার্ডস (৬২.৮০ গড়ে ৩১৪ রান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২ উইকেট), মাহিশ ঠিকশানা (২১ উইকেট), ক্রিস সোল (১১ উইকেট), রিচার্ড এনগারাভা (১৪ উইকেট)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com