কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। “জলবাযু পরিবর্তনে নায্যতায় অপ্রতিরুদ্ধ নারী” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে প্রেরণা কার্যালয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শম্পা গোস্মামী। প্রেরণার কার্যকারী কমিটির সভাপতি ইলাদেবী মলিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও পূরবী চ্যাটার্জীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল-মামুন, সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাহফুজা খানম, শিক্ষকা কনিকা সরকার, উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সহ-সভাপতি আশেক মেহেদী, সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান শেষে নারীদের উন্নয়নে সমাজে বিশেষ ভূমিকা রাখায় তিন নারীকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।