এফএনএস স্পোর্টস: আগামী ১২ থেকে ১৬ জুলাই থাইল্যান্ডে হতে যাচ্ছে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেটও সেখানে অংশ নিচ্ছেন। সোমবার সবাই ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর মধ্যে দেশের দ্রæততম মানব ইমরানুর রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন। ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। এ ছাড়া ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দৌড়ানোর কথা রয়েছে। এই ইভেন্টে থাকছেন সাবেক দ্রæততম মানব মোহাম্মদ ইসমাইল, রাকিবুল হাসান ও জহির রায়হান। এছাড়া রাকিবুল ও ইসমাইল ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ইসমাইল আরও অংশ নেবেন লং জাম্পে। মেয়েদের মধ্যে শুধু রিতু আক্তার হাই জাম্পে লড়বেন।