স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বৃক্ষরোপন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। গতকাল বেলা ১১টায় পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এ সময় তিনি বলেন, জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজে করে যাচ্ছে। গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। সকলকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইওয়ান ডিএসবি ইয়াসিন আলম চৌধুরী সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।