এ্যাড, তপন কুমার দাস \ গতকাল বুধবার অপরাহ্নে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল- রাজীর সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো: ফরহাদ জামিল, পিপি এ্যাড: মো: আবদুল লতিফ, জিপি অ্যাডভোকেট শম্ভুনাথ সিংহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।