বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় লিডার্স এর আয়োজনে ও অক্সফ্যাম বাংলাদেশের অর্থায়নে ঊডঈঝঅ প্রকল্পের আওতায় লিডার্সের প্রশিক্ষণ কক্ষে অত্র এলাকার নারী চিংড়ি শ্রমিক সংগঠনের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনজীবী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শেফালি বিবি, শাপলা নারী চিংড়ী শ্রমিক দলের সভাপতি রেখা রানী মৃধা, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী প্রমুখ।