বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুলাই বুধবার সকাল ১০ টায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় সার্বিক বিষয়ের উপরে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক হেড অফিসের কর্মকর্তা রতন বিশ্বাস ও ব্র্যাক এর খুলনা বিভাগীয় কর্মকর্তা জিএম মইনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস রাহিলা খাতুন, প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ। কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, বাতাসে কার্বন-ডাই-অক্সাইড এর মাত্রা কমিয়ে আনতে সবুজ বনায়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয় এবং দুর্যোগ পূর্ববর্তী ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আবু হেনা।