দাকোপ (খুলনা) প্রতিনিধি \ দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী মধ্যপাড়া থেকে সীমানা পিলার পাচার চক্রের মুলহোতা গ্রেফতার। এ ঘটনায় থানায় মামলা দায়ের। দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামে আবু তালেব গাজীর পুত্র রশিদ গাজী (৪৮), হালিম শেখের পুত্র মোঃ আল আমীন শেখ (৩০), মৃত বনমালী মন্ডলের পুত্র আসীম মন্ডল (৩৫), মৃত অনন্ত মন্ডলের পুত্র কিরন মন্ডল (২৩) ও পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলা বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিকুল গাজী মিলে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের দল আলামীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেচার প্রক্রিয়া চলছে এমন তথ্য পুলিশ জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার ও আজমীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রাতেই সেখানে অভিযান চালায়। এ সময় সীমানা পিলারসহ রশিদ গাজীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৪ আসামী পালিয়ে যায়। পরবর্তীতে রশিদ গাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে ব্যবসা করে আসছে এবং চক্রের সদস্যদের নাম প্রকাশ করে। এ ঘটনায় দাকোপ থানা পুলিশ ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের করে যার নং -১০। এ ব্যাপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।