বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘরী গামের মোঃ সোহরাব হোসেনের স্ত্রী শারমিন (২৫) ৫সন্তান প্রসাব করেছেন। ঘটনার বিবরণে নলতা চৌমুহনী আহ্ছানউল্লা ক্লিনিকের মালিক আব্দুল বারি জানান, ১২ জুলাই বুধবার সকাল ৬টার দিকে সোহরাব হোসেন তার স্ত্রীর প্রসাব বেদনা হলে ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকে ভর্তি করার পর নার্স সাথী রায় ও তার সহকারী কৌশল্য স্বর্ণকারের চেষ্টায় সকাল ৮টায় নরমাল ডেলিভারীর মাধ্যমে ৪টি ছেলে ও ১টি মেয়ে সন্তান প্রসাব করেন। তবে ৬মাসের অপুষ্ট হওয়ায় সন্তানগুলো মারা যায়।