এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধুর স্নেহধন্য প্রবীণ রাজনৈতিক ব্যক্তি আলহাজ্ব একে ফজলুল হক অসুস্থ হয়ে পড়লে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার সাতক্ষীরাস্থ ডিজিটাল ডায়গনস্টিক হাসপাতালে আলহাজ্ব একে ফজলুল হক চিকিৎসারত অবস্থায় তার শারীরিক খোঁজখবর নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি আলহাজ্ব একে ফজলুল হকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন ও কর্তব্যরত চিকিৎসক এবং তার পরিবারের সদস্যদের সাথে উন্নত চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা করেন। একে ফজলুল হকের আশু রোগমুক্তি কামনা করেন ও তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য তিনি গত ৯ জুলাই রবিবার ভোর ৫ টায় শ্যামনগর উপজেলার গোমানতলীস্থ নিজস্ব বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরবর্তী সাতক্ষীরা ডিজিটাল ডায়গনস্টিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে সুস্থ হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম.আতাউল হক দোলন এর শ্রদ্ধেয় পিতা। আলহাজ্ব একে ফজলুল হকের অসুস্হতার খবর শুনে যারা দেখতে এসেছেন ও দোয়া করেছেন পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজনসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।