বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে জাতীয় দলের সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় আবু দাউদ মল্লিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মরহুম ইমাম আলী মাল্লিকের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার রাত ১ টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদ জোহর রতনপুর ফুটবল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য আবু দাউদ মল্লিক মস্তিস্কে পানি জমা ও স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়াড় আবু দাউদ মল্লিক ছিলেন ৯০ দশকের মাঠ কাঁপানো সাড়া জাগানো পেশাদার খেলোয়াড়। সে সময়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ বিভিন্ন ক্লাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে খেলেছেন। খ্যাতিমান খেলোয়াড় হওয়ার সুবাদে এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।