শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় কলারোয়ার বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালি, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর (বিবিআরএনএস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ওই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মীর মস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি তরুণ সমাজসেবক আহসান কবীর টুটুল, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. উয়ায়েস আলি সিদ্দীক বাবর। মাসিক সমন্বয় সভায় নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, ইন-হাউস ট্রেনিং, ই-মেইল ব্যবহার, অনলাইনে রিপোর্ট প্রদান, অনলাইন ট্রেনিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রকীব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক এস,এম সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক সত্যব্রত সাহাসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান। সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কলারোয়ার ঐতিহ্যবাহী কয়লা মাধ্যমিক বিদ্যালয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com