এফএনএস বিনোদন: বলিউড অভিনেতা অক্ষয় কুমার চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অক্ষয় কুমারের সিনেমা মানেই ভিন্ন কিছু। কমেডি হোক বা সামাজিক সব ধরণের চরিত্রেই তিনি দুর্দান্ত অভিনয় করেন। অক্ষয় একজন পেশাদার অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমানো- বাড়ানো থেকে শুরু করে লুক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন। আর এবার ‘ওহ মাই গড’ সিনেমাতে অভিনয় করার জন্য নিজের খাদ্য তালিকা থেকে আমিষ খাবার বাদ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে প্রথমবার ‘ওহ মাই গড’ সিনেমাটি মুক্তি পায়। অক্ষয় ও পরেশ রাওযাল অভিনীত সিনেমাটি সে সময় বক্স অফিসে বেশ সাফল্যও পায়। এবার ১১ বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে। গতবার অক্ষয় শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন আর এবার ছবির দ্বিতীয় পর্বে তাকে দেখা যাবে মহাকাল শিবের চরিত্রে। অনেকেই জানেন অক্ষয় বেশকিছু বছর ধরে নিরামিষ খান। এর শুরুটা হয় ‘ও মাই গড’ সিনেমার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার জন্যই মাছ, মাংস, ডিম ছাড়তে হয় অভিনেতাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ধর্মীয় ও পৌরাণিক গল্প নিয়ে কাজ করছেন এই অভিনেতা। স্বাভাবিকভাবেই এসব গল্পে কাজ করার সময় বেশ সর্তক থাকেন এই অভিনেতা। কিন্তু যখন ‘ওহ মাই গড’ সিনেমাতে শ্রীকৃষ্ণের চরিত্রে কাজ শুরু করেন তখন মায়ের অনুরোধে আমিষ খাওয়া ছেড়ে দেন। অক্ষয়ের মা কৃষ্ণভক্ত ছিলেন তাই অক্ষয় মায়ের কথাতেই আমিষ খাওয়া ছেড়ে দেন সেসময় থেকে। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ওহ মাই গড ২’ সিনেমাটি। দেখা যাক প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা ‘ওহ মাই গড ২’।