বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার ২ আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই গাজী নূর নবী অভিযান চালিয়ে নিয়মিত মামলা নং-১৩(০৭)২৩ এর আসামী জাামলনগর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে জুবায়ের হোসেন (সাগর) ও আবু বক্করের স্ত্রী মোছাঃ নুর জাহান বেগমকে তাদের বাড়ী হতে আটক করেন। অপরদিকে, এএসআই কবির হোসেন, এএসআই সোহান হোসেন পৃথক অভিযানে সিআর পরোয়ানা ৩৩১/২২ এর আসামী বাসিরামপুর গ্রামের মৃত নিছার গাজীর ছেলে হাসান গাজী, জিআর পরোয়ানা ১৩৩/২২ এর আসামী গুনাকরকাকাটি গ্রামের আজগর মোল্যার ছেলে রবিউল ইসলামকে আটক করেন। আটককৃতদের শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।