এফএনএস স্পোর্টস: ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি’- দৃপ্ত কণ্ঠে বললেন নিগার সুলতানা। ওয়ানডে সিরিজ শুরুর আগে এভাবেই নিজেদের এগিয়ে রাখার বার্তা দিলেন তিনি। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড ভালো না হলেও, টি-টোয়েন্টিতে পাওয়া ছন্দ ধরে রেখে এবার ওয়ানডে সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটিই শেষ হয়েছে বাংলাদেশের পরাজয়ে। গত বছর বিশ্বকাপের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখলেও, নিগার সুলতানার দল গুটিয়ে যায় ১১৯ রানে। এর আগের চার ম্যাচেও জয়ের তেমন সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশ অধিনায়কের কাছে, সেসব এখন অতীত। বরং সা¤প্রতিক সময়ে থেকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাওয়া ৪ উইকেটের জয়ে ওয়ানডেতেও ভালো করার আত্মবিশ্বাস খুঁজে নিয়েছে নিগার সুলতানার দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তো নিজেদের এগিয়ে রাখার ঘোষণাও দিলেন স্বাগতিক অধিনায়ক। এমন ভাবনার পেছনেও কারণটাও পরিষ্কার করলেন তিনি। “অবশ্যই (ওয়ানডে সিরিজে) বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ (টি-টোয়েন্টি সিরিজের) শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি (ওয়ানডেতে) আমাদেরই এগিয়ে রাখব।” “আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখব এই সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।” দুই দলের আগের পাঁচ ওয়ানডের প্রথম তিনটি ২০১৩ সালে। পরের ম্যাচের জন্য অপেক্ষা ২০১৭ সাল পর্যন্ত। সেবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় তারা। ফের পাঁচ বছর বিরতি দিয়ে গত বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ। অনেক দিন পরপর এসব ম্যাচ হওয়ায় অতীত রেকর্ড নিয়ে ভাবতে চান না নিগার সুলতানা। “আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।” টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য জোটে হার। শেষটিতে প্রায় একই অবস্থা থেকে দারুণ জয়ে হোয়াইটওয়াশ এড়ায় তারা। তিন ম্যাচে পারফরম্যান্সের ক্রমাগত উন্নতির এই ধারা ওয়ানডেতেও অব্যাহত রাখার আশা বাংলাদেশ অধিনায়কের। “এরই মধ্যে আমরা ওই ধাপটা পার করে চলে এসেছি যে, জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছে থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনো ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।” সা¤প্রতিক সময়ে যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগেই ইতিবাচক ক্রিকেটের বার্তা দেওয়া হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ব্যতিক্রম হলো না এবারও। “অধিনায়ক হিসেবে আমার ইচ্ছে হলো, ইতিবাচক ক্রিকেট খেলার। আমরা যে পরবর্তী ধাপ নিয়ে চিন্তা করছি বা যার জন্য ক্রিকেট বোর্ডের আমাদের ওপর এত বিনিয়োগ বা আমাদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে। আমরা যা চেয়েছি, তার চেয়েও বেশি পাচ্ছি। তো সেটার একটা প্রতিদান দেওয়ার সময় এসেছে।” টি-টোয়েন্টি সিরিজটি ভারত জিতলেও, নিগার মনে করেন, তার দলের ব্যাটাররাই এগিয়ে ছিল। এবার ওয়ানডেতে সময় বেশি থাকায় নিজ দলের ব্যাটারদের কাছে প্রত্যাশাটাও বড় তার। “এখন পর্যন্ত ভারত যেভাবে ব্যাটিং করেছে, আমরা তার চেয়ে ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে যদি দেখেন, আমাদের ব্যাটাররা এই উইকেটকে ভালো বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী শট খেলেছে। এসব উইকেটে আপনাকে অবশ্যই সময় নিয়ে ক্রিকেট খেলতে হবে।” “টি-টোয়েন্টিতে ওইভাবে আমরা সময় পাব না। তবে ওয়ানডেতে সময়-সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি, যেন ব্যাটাররা বেশি সময় কাটাতে পারে উইকেটে। কারণ এসব উইকেটে শুরু থেকেই স্ট্রোক খেলা যাবে না। লম্বা সময় যদি খেলা যায়… সিঙ্গেলস-ডাবলসের সঙ্গে অনায়াসে বাউন্ডারিও আসবে। উইকেটে থাকতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।”