এফএনএস স্পোর্টস: আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার। শুক্রবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। কোচের পদ থেকে সরানো হলো অ্যান্ডি ফ্লাওয়ারকে। ল্যাঙ্গারকে যে কোচ করা হতে পারে তা আগেই জানা গিয়েছিল। অস্ট্রেলিয়ার সাবেক কোচের ব্যাপারে বড় ভ‚মিকা পালন করেছেন দলটির মেন্টর গৌতম গম্ভীর। অতীতে ল্যাঙ্গারের অধীনে ক্রিকেটের বেশ কিছু কৌশল শিখেছিলেন তিনি। জানতেন ল্যাঙ্গার দলে কতটা প্রভাব ফেলতে পারেন। সে কারণেই লখনউকে ট্রফি জেতাতে দলে নিয়ে এলেন ল্যাঙ্গারকে। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ল্যাঙ্গার খুবই পরিচিত নাম। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সকে চার বার চ্যাম্পিয়ন করেছেন। তার কোচিংয়েই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০২২-এর ফেব্রæয়ারি মাসে অজি দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। লখনউয়ে যোগ দিতে পেরে উচ্ছ¡সিত ল্যাঙ্গার, ‘এখন পর্যন্ত আইপিএলে অনেক কিছু অর্জন করেছে লখনউ। আগামী দিনে সাফল্য পেতে গেলে আমাদের প্রত্যেককে কোনো না কোনো ভ‚মিকা নিতে হবে। দলের যাত্রায় যোগ দিতে পেরে আমি উচ্ছ¡সিত।’