শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

কাঁঠাল বাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার ৫ তলা ভবন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ৫ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় কাশিমাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত বিদ্যালয় ভবনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, প্রকৌশলী অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক কোমলমতি শিক্ষার্থী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এই বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ৫ কোটি টাকা ব্যয়ে ৫ তলা ভবন নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে বিজয়ী করে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এলাকার রাস্তাঘাট সহ কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ৫ তলা ভবন নির্মিত হয়েছে। এই সরকার গৃহহীনদের গৃহ, মুক্তিযোদ্ধাদের ভাতা সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রীর উপহার ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই ৫ তলা ভবন উদ্বোধন করতে এসে ভবনের গেট ও আমাদের আসনের পিছনের ব্যানারে কোথাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। যার জন্য এই দেশ স্বাধীন হয়েছে, যার জন্য বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, যার উপহার এই ভবন তাদের কারো ছবি এই ব্যানারে নেই এটি খুবই দুঃখজনক। তিনি এর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তার প্রতিবাদের সাথে সাথে উপস্থিত অতিথিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ ক্ষোভ ও প্রতিবাদের এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার অফিসিয়াল ছবি খুলে নিয়ে এসে অনুষ্ঠানের ব্যানারের উপরে লাগিয়ে দেয়। বিষয়টিতে এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তিনি সকলকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) হাসিব শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, কাশিমাড়ী আ’লীগের সভাপতি আলহাজ্ব শমশের ঢালী, সাধারন সম্পাদক আবুল হোসেন, রমজাননগর আ’লীগের সাধারন সম্পাদক বাবু পতিত পাবন মন্ডল, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বাসার, শিক্ষক পরিমল কর্মকার, ইউপি সদস্য মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com