দিঘলিয়া প্রতিনিধি \ বহুল আকাঙ্খিত খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদীর উপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে কাজের কোন অগ্রগতি নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক খুলনার দিঘলিয়া বাসীর প্রতি উপহার স্বরুপ এই সেতু নির্মান প্রকল্পে কাজ২০২১সালে শুরু করলেও এখনও পযন্ত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে পরে নাই। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিসহ নানা সংকটে কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত জটিলতা কাটিয়ে কাজের গতি বাড়ানোর কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিঘলিয়াকে শহরের সঙ্গে যুক্ত করতে ২০২১ সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়। সম্প্রতি সেতুর দিঘলিয়া প্রান্তের ভূমি অধিগ্রহণ হলেও পুরোপুরি হয়নি শহর প্রান্তের ভূমি অধিগ্রহণ কিংবা রেলওয়ের সঙ্গে জমি হস্তান্তর চুক্তিও। নির্মাণে কাজ ধীরগতিতে চলায় ক্ষুব্ধ নদীর দুই পাড়ের মানুষ। উল্লেখ্য, খুলনা ভৈরব সেতুর মোট দৈর্ঘ্য ১.৩১৬ কিলোমিটার; ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী ভৈরব সেতুর নির্মাণকাজ ২০২২ সালের ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা। থাকলেও এই ২ বছরে ৫০/, কাজ করতে পারে নাই। সকল বাধা পেরিয়ে খুব দ্রুতই প্রতিক্ষীত সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আশা ব্যক্ত করেছে স্থানীয় অধিবাসীগণ।