বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর আয়তুন্নেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কুরআনের হাফেজদের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল মাগরিবের নামাজ পরর্বতী উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে অত্র মাদ্রাসা ও এতিমখানার পবিত্র কুরআনের হাফেজদের খোঁজ খবর নেন ও মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। মতবিনিময় কালে তিনি কুরআনের হাফেজের সাথে পরিচিত হন, কুশল বিনিময় করেন, তাদের খাওয়া দাওয়া সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাফেজদের মনোযোগ ও ধৈর্য সহকারে ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রফিক, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বকুল, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি স ম রেজাউল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব সাহাদত সরদার, কোষাধক্ষ্য মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন, আক্তার আলী, ওয়াজেদ গাজী, এস এম মনিরুল ইসলাম জ্যোতি প্রমুখ।