স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ উন্নতীকরনের লক্ষ্যে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুনের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জহিরুল হক নান্টু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবনেতা তানভীর হোসেন সুজন, যুবনেতা বাপ্পী সহ সদর উপজেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।