বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলার পাদদেশ ঘেষে বয়েযাওয়া কাজিবাছা নদী থেকে দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজিবী মোঃ লুৎফুলক কবির নেওয়াজ এর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি বুধবার ১২জুলাই উনার খুলনার বাসা থেকে নিখোঁজ ছিলেন। রূপসা থানা নৌ – পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল ইসলাম শেখ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে। লাশটি মোঃ লুৎফল কবির নেওয়াজ এর বলে সনাক্ত করেছে তাঁর পরিবার। তিনি বলেন, লাশের মাথায় আঘাত রয়েছে। লাশটি চার পাঁচ দিন আগের বলে ধারনা করা হচ্ছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানাযায় । নিহত এড, মোঃ লুৎফুল কবির নেওয়াজ এর মেঝ ভাই জহরুলুল হায়দার জানান, মোঃ লুৎফর রহমান দুর্নতি দমন কমিশন খুলনার রাষ্ট্রপক্ষের আইনজিবী ছিলেন। বুধবার থেকে তিনি তার খুলনার বাসা থেকে নিখোঁজ ছিলেন। রবিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার হয়েছে। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তবে তিনি হত্যার কারন বলতে পারেননি। পুলিশ তদন্ত অব্যহত রেখেছে।