শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

কুশোডাঙ্গায় বেদন-মালটা চাষে সাফল্য পেয়েছেন পিতা পুত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে বেদানা-মাল্টা চাষে সাফল্য পেয়েছেন পিতা-পুত্র। সাড়ে ২২ শতক জমিতে বেদানা, মাল্টার পাশাপাশি কমলা, আঙ্গুর, আপেল, লিচু, ছবেদা, কাগুজে লেবু, চালতে, ড্রাগন ফল রোপন করেছেন তারা। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার খান ও তার কলেজ পড়–য়া পুত্র হাফিজুর রায়হান খান নিজেদের বাড়িতে পর্যায়ক্রমে বেদানাসহ বিভিন্ন ফলজ গাছ রোপন করেন। সেই ফলের চাষে বর্তমানে পিতা-পুত্র সাফল্যের মুখ দেখেছেন, হয়েছেন লাভবানও। গোলাম সরোয়ার খান বলেন, ‘বাড়িতে পড়ে থাকা ফাঁকা জমিতে গত ২বছর ধরে বিভিন্ন ধরণের ফলের বাগান করা হয়েছে। পিতা-পুত্র মিলে বাগান দেখাশুনা করি। বেদানা ফল বাজারে বিক্রি করে গত বছর ভালো লাভ হয়েছে। তবে এবছর প্রচুর বেদানা ফল ঝরে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘সম্পূর্ন নিজেদের উদ্যোগে ও তদকারীতে এই ফলের বাগান করা হয়েছে। কৃষি অফিস ও সরকারের সহযোগিতা পেলে আরো বড় করে ফলের বাগান করা যেতে পারে।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com