শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ। আহত ওই গৃহবধূ কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার পরানপুর মাঠপাড়া এলাকায়। আহত গৃহবধূ মুৃন্নি জানায়- উপজেলার আলাইপুর গাজীপাড়া এলাকার শহর আলী গাজীর ছেলে সোহাগ হোসেনের সাথে প্রেম সম্পর্ক করে তারা বিয়ে করে। বিয়ের কয়েক মাস পারে পরিবারের সবাই মেনে নেয়। এর পর থেকে প্রায় সময় স্বামী সোহাগ হোসেন যৌতুক দাবী করে মারধোর শুরু করে। এক পর্যায়ে ২লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়া হয়। এর পরে পুকুরে মাছ ছাড়ার জন্য নগদ ৭৫ হাজার টাকা দেয়া হয়। এর কিছু দিন পরে গলার চেইন, হাতের রুলী, কাদের দুল, হাতের আংটি খুলে নিয়ে প্রায় দুই লাখ টাকায় বিক্রয় করে দেয়। এখন বাড়ীতে ঘর ঠিক করবে বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে কথায় কথায় গায়ে হাত তুলছে। সোমবার সকালে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। আহত অবস্থায় তার মা তানজিলা খাতুন এসে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহত মুন্নি তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের ফলোরে পড়ে রয়েছে। আহত মুন্নি মা তানজিলা খাতুন যৌতুক লোভী জামাইয়ের বিচার দাবী করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। স্বামী সাগর হোসেন জানান, যৌতুকের দাবিতে তাকে মারপিট করা হয়নি। পারিবারিক কারণে তাকে সামান্য চড় তাপ্পড় মারা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com