বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলা পরিসংখ্যান অফিসের পক্ষথেকে প্রধানমন্ত্রীরীর উপহার মাধ্যমিক স্তরের ৯ম ও ১০ম শ্রেণির ১ম ২ য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ তরফদার নাদিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ট্যাব বিতরণ সভায় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, সুপার মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, সুপার মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুস সাত্তার ও প্রধান শিক্ষক মোঃ সাহেব আলী, ইমতিয়াজ উদ্দিন, তরুণ কান্তি মল্লিক প্রমূখ। সভায় ট্যাব প্রাপ্ত সকল প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।