এফএনএস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কেভিন সিনক্লেয়ার। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে এই অফস্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ত্রিনিদাদে আগামী বৃহস্পতিবার শুরু তাদের শেষ টেস্ট। ম্যাচটির জন্য মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরে যাওয়া প্রথম টেস্টের দল থেকে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। বাদ পড়েছেন ব্যাটিং অলরাউন্ডার রেমন রিফার। ওই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১১ রান করেন তিনি। বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অবশ্য দলের সঙ্গে থাকবেন তিনি। গত মে মাসে বাংলাদেশ সফরে তিনটি আনঅফিসিয়াল টেস্টেই খেলেন সিনক্লেয়ার। ওই ‘এ’ দলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ১-০ ব্যবধানে জয়ের পথে বড় অবদান রাখেন তিনি। অফ স্পিনে নেন সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট। আর ব্যাট হাতে ১৪৯ রান করেন ৪৯.৬৬ গড়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ বছর বয়সী সিনক্লেয়ারের পারফরম্যান্স বেশ ভালো। ১৮ ম্যাচে ৫৪ উইকেট রয়েছে তার নামের পাশে। তিনবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, একবার চার উইকেট। ব্যাট হাতে ২৯.০৭ গড়ে ৭৫৬ রান করেছেন তিনি, ফিফটি ছয়টি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেছেন সিনক্লেয়ার। ওয়ানডেতে ১১ উইকেট ও টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪ উইকেট।
দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন বø্যাকউড, আলিক আথানেজ, তেজনারাইন চন্দরপল, রাহিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান।
রিজার্ভ: টেভিন ইমলাখ, আকিম জর্ডান।