স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ মো: বদরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর এলাকাবাসীর আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাফেজ নূর মোহাম্মদ, এলাকাবাসী শেখ মহিদুর রহমান, মো: মুজাহিদ, রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ঐ মাদ্রাসার হাফেজ বদরুজ্জামান সুনামের সাথে দায়িত্বপালন করে আসছিল। কিন্তু একটি স্বার্থস্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি হাফেজের বিরুদ্ধে শিক্ষার্থীর দিয়ে বলৎকারের মামলা করেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।