স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: সবিজুর রহমানের সাথে (স্বাচিপ) এর অংগ সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের স্বাদেচিপ এর নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিভিল সার্জনের নিজস্ব কার্যালয়ে জান। এসময় তারা দেশীয় চিকিৎসার পদ্ধতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে সিভিল সার্জন ডা: সবিজুর রহমান বলেন, বর্তমান সময়ে আয়ূর্বেদিক চিকিৎসা প্রতি মানুষের আস্থা বেড়েছে। ইউনানী আয়ূর্বেদিক চিকিৎসার উন্নয়ন গবেষনাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা: একেএম কবিরুল ইসলাম, সহ-সভাপতি ডা: মো: সাইফুল আলম, সাধারন সম্পাদক ডা: শেখ আব্দুর রাজ্জাক, ডা: আব্দুস সবুর, ডা: পার্থ কুমার দে। এর পূর্বে নেতৃবৃন্দ শহরের খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।