ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উপলক্ষে স্বরনিকা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহবায়ক হারুন অর রশীদ। সভায় স্বরনিকার নামকরণ, প্রচ্ছদ তৈরি, বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকার লেখা আহবানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তৃতা করেন, শতবর্ষ উৎযাপন কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, যুগ্ম আহবায়ক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, প্রচার উপ-কমিটির আহবায়ক ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহবায়ক আব্দুর রব জোয়াদ্দার, প্রভাষক খান নুরুল ইসলাম, বেনজির আহমেদ জুয়েল, মাষ্টার সৌমেন বিশ্বাস, মোঃ মোশারফ হোসেন, প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।