স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামাতের সাবেক আমীর প্রয়াত অধ্যক্ষ মাও: আব্দুল খালেক মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে শিকড়ি ফুটবল মাঠে জানাযার পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও: আব্দুল হালিম, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উলাহ, খুলনা অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সদস্য মাষ্টার শফিকুল আলম, খুলনার সাবেক মুহাদ্দিস রবিউল বাসার, নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাও: আজিজুর রহমান, এড. আব্দুস সুবহান মুকুল সহ অনেকে। বক্তারা মরহুম আব্দুল খালেকের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করে। জানাযার পূর্বে শিকড়ি মাঠে জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগে পুরো মাঠে মুসলিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। শিকড়ি মাঠে মুসলিদের উপস্থিতি তিল ধরনের ঠাই ছিল না। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।