এফএনএস স্পোর্টস: দাভিদ দে হেয়ার বিদায়ের পর দ্রæতই তার শূন্যস্থান পূরণ করল ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টার মিলান থেকে তারা দলে টানল ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। বৃহস্পতিবার রাতে ওনানাকে দলে টানার খবরটি জানিয়েছে ইউনাইটেড। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, সুযোগ রয়েছে মেয়াদ আরও এক বছর বাড়ানোর। ট্রান্সফার ফি নিয়ে অবশ্য বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে বিবিসির খবর অনুযায়ী, ২৭ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রাথমিকভাবে ৪ কোটি ৩৮ লাখ পাউন্ড গুনতে হয়েছে এরিক টেন হাগের দলকে। বোনাস সহ যোগ হতে পারে আরও ৩৪ লাখ পাউন্ড। গত জুনে চুক্তির মেয়াদ শেষে ইউনাইটেডে ১২ বছরের অধ্যায়ের ইতি টানেন দে হেয়া। মূলত তার জায়গায় দলটিতে নাম লেখালেন ওনানা। ক্লাব পর্যায়ে এর আগেও টেন হাগের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে ওনানার। আয়াক্সে সাড়ে সাত বছর থাকাকালীন সময়ে টেন হাগের সঙ্গে কাজ করেন তিনি। ক্লাবটির হয়ে তিনটি লিগ শিরোপা জেতেন ওনানা। আয়াক্স ছেড়ে ২০২২ সালে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ইন্টারে যোগ দেন ওনানা। সবশেষ মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে খেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে যায় সেরি আ ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমে ইতালির শীর্ষ লিগে ২৪ ম্যাচের আটটিতে জাল অক্ষত রাখেন ওনানা। আর চ্যাম্পিয়ন্স লিগে ১৩ বার ‘ক্লিন শিট’ ধরে রাখেন তিনি, যা ছিল মৌসুমের সর্বোচ্চ। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ২৫৫ ম্যাচে ১০৪ বার জাল অক্ষত রেখেছেন ওনানা।