সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ টায় এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় শহরের পলাশপোলে এ আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সিনিঃ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, যুগ্ন সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান গফুর, অর্থ সম্পাদক এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, কার্যকরী সদস্য আহসানুর রহমান রাজিব, মোঃ রমজান আলী, সাইফুল আযম খান মামুন, জাহিদ হোসাইন, আমিরুল ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি