স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে” এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা সরকারি কলেজের প্রক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বক্তারা বলেন, আলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়নে কাজ করে। সাতক্ষীরা জেলার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার উন্নয়নে ইকোনমিক জোন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। অচিরেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করা হবে। বাংলাদেশের উন্নয়ন আমরা বন্ধু ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এসময় সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন করেন জেলা আলীগের দপ্তর সম্পাদক ও আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ হারুন উর রশীদ।