এফএনএস : ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৯ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো বাসার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছলে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। এছাড়া আরও ৩০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরো চারজন মারা যান। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। তাদের মধ্যেও মুমূর্ষু কয়েকজনকে দেখা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।