পাইকগাছা প্রতিনিধি \ বাংলাদেশ কৃষকলীগ পাইকগাছা ও কয়রা উপজেলার উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইকগাছা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা কৃষকলীগ সভাপতি এ্যাড,শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড,সুজিত অধিকারী। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ- সভাপতি এ্যড,সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বক্কব্য রাখেন মনিরুজ্জামান অশোক,খায়রুল ইসলাম,শেখ মনিরুজ্জামান আনোয়ার ইকবাল মন্টু, শেখ আনিছুর রহমান মুক্ত,শেখ কামরুল হাসান টিপু, সমীরণ সাধু,ও আনন্দ মোহন বিশ্বাস। পরে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। বক্তারা বলেন,কৃষকদের এখন আর সারের জন্য আন্দোলন করতে হয়না। নায্য মুল্যে সার পেয়ে কৃষকরা ফসল উৎপাদন করছে।