স্টাফ রিপোর্টার ঃ দেবহাটায় মটর সাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধার করুন মৃত্যু হয়ছে। নিহত দেবহাটা ঘলঘলিয়া গ্রামের জবেদ আলীর পুত্র জহরুল আলী (৭০)। পারিবারকি সূত্রে জানাগেছে জহরুল বুধবার সন্ধ্যায় দেবহাটা পাঁচপোতার মোড়ে দোকানের সামনে দাড়িয়ে ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মটর সাইকেল তাকে ধাক্কা মের ফেলে চলে যায়। স্থানীয় ঐ মটর সাইকেল চালক কে আটক করে থানায় সোপর্দ করে। এবং গুরুত্বর আহত জহরুল কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম দৃষ্টিপাতকে জানান সুরাত হাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।