শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

নূরনগরে ভূমি কর্মকর্তা রেজাউল এর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। অভিযোগ সূত্রে জানাযায়, ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ নুরুল হাসান এর স্ত্রী মোছাঃ সাদিয়া সুলতানা শিল্পী ও একই গ্রামের মোঃ আবু ইসা এর পুত্র মোঃ আব্দুস সালাম তাদের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে অতিরিক্ত টাকা দাবি করে এবং দুই সপ্তাহ যাবত তাদেরকে বিভিন্ন তালবাহানায় ঘুরাচ্ছে, এক এক সময় এক এক রকম টাকা দাবি করছে। অতিরিক্ত টাকা ছাড়া ভূমি অফিসে কোন কাজ করা যায় না। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে স্থানীয় সাংবাদিকদের জানালে সাংবাদিকরা ভুক্তভোগীদের সাথে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম ও অফিস সহায়ক মোঃ মিজানুর রহমান (মিজান) অতিরিক্ত টাকা দাবির কথা স্বীকার করে। ইউনিয়ন ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ভূমি অফিসের আগত সেবা প্রার্থীরা অতিষ্ঠ। ইতিপূর্বে গত ১২ ফেব্র“য়ারি “নূরনগরে ভূমিদস্যু খোকন এর বিরুদ্ধে চলাচলের পথ দখল করে ঘর নির্মাণের অভিযোগ” ও ১৯ ফেব্র“য়ারি “নূরনগরে সরকারি খাস জায়গার একাধিক গাছ কর্তনের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় এবং স্থানীয়দের অভিযোগ থাকা সত্বেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করিনি। বহাল তবিয়তে ভূমিদস্যু মোঃ হযরত আলী খোকন সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছে এবং কর্তনকৃত গাছ ভূমি কর্মকর্তা কর্তৃক জব্দ করা সত্ত্বেও মোটা অংকের টাকার বিনিময়ে গাছ কর্তনকারী মোঃ মিজানুর রহমান মিজান উক্ত গাছ তার বাড়িতে নিয়ে গেছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও তার স্বেচ্ছাচারিতার শাস্তি ও প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com