স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সামেকের এক্সাম হলে মেডিকেল কলেজের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা: শংকর প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: রুহুল কুদ্দুস। তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ সুনাম রয়েছে। এখানের শিক্ষার্থীরা বারংবার ভাল ফলাফল অর্জন করে। নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মনীতি মেনে চলতে হবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বিগত বছরের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডেকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী, অধ্যাপক ডা: সুনীল কৃষ্ণবল, সহযোগী অধ্যাপক ডা: কাজী আরিফ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা: অভিজিৎ গুহ, সহযোগী অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিন গাজী, সহকারী অধ্যাপক ডা: হরষিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা: মো: শামছুর রহমান, এসময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা: সুতাপা চ্যাটার্জী।