দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী ও তিন মাসের সাজা প্রাপ্ত আসামী কুলিয়ার খাসখামার গ্রামের ইব্রাহীম গাজীর পুত্র ইসমাইল হোসেন, এবং দেবহাটা থানায় দায়ের করা মামলার আসামী নোয়াপাড়ার বেজোরাটি গ্রামের আহবান আলীর পুত্র আলকাম সরদার (২০), সদর ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র আবুল কালাম আজাদ-৭৬ ও সখিপুর ইউনিয়নের মাঘরি গ্রামের সবুর গাজীর পুত্র ইব্রাহীম হোসেন (২২) দেবহাটা থানার এসআই গোলাম আযম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।