এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জুলাই সোমবার বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলার ১০৩ টি দুস্থ পরিবারের প্রত্যেক পরিবারে ১ বান ঢেউটিন ও ৩০০০/= টাকা এবং ৮ টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ২ বান ঢেউটিন ও ৬০০০/= টাকার চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুফলভোগী পরিবার ও প্রতিষ্ঠানের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ।