ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া চুকনগরে দুটি মিষ্টির দোকানে পচা, বাসী খাবার রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চুকনগর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও নিউ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিন ধরে পচা বাসী ও দূষিত খাবার পরিবেশন করে আসছে। এ কারণে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উভয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।